মো জহুরুল ইসলাম।
নীলফামারী জেলা প্রতিনিধি
মরণব্যধী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন নীলফামারীর ডিমলা উপজেলার গরীব, অসহায় ও মেহনতী মানুষের বন্ধু ও সবার প্রিয়, প্রাণের মানুষ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রী জয়শ্রী রানী রায়।
শনিবার দুপুরে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে করোনা এন্টিজেন পরীক্ষায় তার করোনা ভাইরাস সনাক্ত হয়েছে বলে কর্তব্যরত এক চিকিৎসক জানান।
এবিষয়ে ডিমলা উপজেলার নির্বাহী অফিসার ( ইউ এন ও) শ্রী জয়শ্রী রানীর সাথে ফোনে কথা হলে তিনি বলেন আমি হঠাৎ করে গতকালে অসুস্থ হয়ে পড়ি এবং আমার সামান্য কাশি অনুভব করি , তাই আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে এন্টিজেন পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসি , পরে দুপুরে আমার করোনার পজেটিভ রিপোর্ট আসে,
আর তখন থেকে আমি নিজ দায়িত্বে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছি এবং আমি সুস্থ ও আছি ।
আর আমার উপজেলা বাসীকে অনুরোধ করে বলছি আপনারা মাস্ক পড়ুন ঘরে থাকুন নিরাপদে থাকুন, প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বাহির হবেন না এবং বাজারে ও রাস্তায় অযথা ঘোরাঘুরি করবেন না ।
নিজে সুস্থ থাকুন পরিবারের সবাইকে সুস্থ রাখুন ।