স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী করোনা আক্রান্ত হয়েছেন। ৯ মে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ভাইরাসের টেস্টের ফলাফলে তার করোনা পজেটিভ পাওয়া যায় । কক্সবাজারে আজ ১৪৬ জনের নমুনা পরীক্ষায় চকরিয়া উপজেলা চেয়ারম্যান সাঈদীসহ ৬ জনের করোনা সনাক্ত হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহিন আব্দুর রহমান জানিয়েছেন, আজকে কক্সবাজারের ১৪৬ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এর মধ্যে চকরিয়া উপজেলা চেয়ারম্যন সাঈদীসহ চকরিয়ার ৪ জন।
আরও যাদের করোনা পজিটিভ :
মো.আজাদ (৩৫), ফুলতলা,৩ নংওয়ার্ড চকরিয়া পৌরসভা। মেরিনা জন্নাত(২৯) সাবেক মেয়র হায়দারের ভাই আবচারের স্ত্রী, ৪নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা। ফাতেমা বেগম( ৫৯), লক্ষ্যারচর কাজীরপাড়া,চকরিয়া।(করোনা আক্রান্ত ছাদেকের মা)।