মোঃ রেজাউল করিম সবুজ
কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি।।
কালিগঞ্জ উপজেলায় মরণঘাতী করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও নতুন ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।এদের মধ্য ০১.রিক্তা পারভিন ২৬ বছর(হাই ভাইরাল) কালিগঞ্জ পুলিশ স্টেশন, ০২. নাজমুল আলম ২৩ কালিগঞ্জ পুলিশ স্টেশন, ০৩. অনুপ কুমার দাস ৪০ কালিগঞ্জ পুলিশ স্টেশন, ০৪. এইচ এম খাইরুল্লাহ ৩৬, ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখা, ০৫.মোঃ হাবিবুর রহমান ৪০ ইসলামী ব্যাংক কালিগঞ্জ, ০৬.ফয়সাল মাহমুদ ৩২ ইসলামী ব্যাংক কালিগঞ্জ, ০৭.সিদ্দিকুর রহমান ৪১ ইসলামী ব্যাংক কালিগঞ্জ, ০৮,সাইফুল্লাহ ৪০ ইসলামী ব্যাংক কালিগঞ্জ, ০৯.শেখ আব্দুর রাজ্জাক ৩২ (হাই ভাইরাল) পিতা শেখ আব্দুর গত ১৩.০৭.২০২০ তারিখে মোট ২৪ জনের নমুনা খুলনা পি সি আর ল্যাবে পাঠানো হয় তারমধ্যে আজ ১৬/০৭/২০২০ তারিখে মোট ১০ জনের রিপোর্ট পজিটিভ আসে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা গেল। ডা.শেখ তৈয়েবুর রহমান উপজেলা স্বাস্হ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা তিনি বলেন আগে যাদের আক্রান্ত হয়েছে তাদের চিকিৎসা চলছে। তিনি সকলকে সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান জানান।