আব্দুর রহিম রানা ,যশোর :
খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজকেও সর্বাধিক ৩৭৭টি,নমুনা সংগ্রহ করা হয়। খুলনার নমুনা সংগ্রহ ছিল ৩৫৮টি, পজিটিভ রিপোর্ট এসেছে ১৪০টি, এরমধ্যে শুধুমাত্র খুলনার পজেটিব আছে ১৩৩টি, যশোরের ১টি, নড়াইলের ২টি বাগেরহাটের ৩টি, পিরোজপুরের ১টি পজিটিভ রিপোর্ট আসে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এর উপাধ্যক্ষ মেহেদী নেওয়াজ গনমাধ্যমকে এই খবর নিশ্চিত করেন।