কাপাসিয়া (গাজীপুর)থেকে শামসুল হুদা লিটনঃ
গাজীপুরের কাপাসিয়ায় ‘মাতৃমৃত্যু মুক্ত কাপাসিয়া মডেল’ এবং মাঠপর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের অংশ গ্রহনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিমের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম, গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ খায়রুজ্জামান, গাজীপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক লাজু সামশাদ হক। উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাজী হাফিজুল আমিন, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, ওসি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।