আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
করোনার কাছে হার মানলেন আনোয়ারা উপজেলার সাবেক বিএনপির সভাপতি ও ১০ নং হাইলধর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী।
শুক্রবার দুপুর ২ ৩০টার সময় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল সিএসসিআর হসপিটালে করোনা আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
পরিবার সূত্র জানায়, গত ২১শে নভেম্বর শারীরিকভাবে অসুস্থতাবোধ করলে নগরীর সার্জিস্কোপ হাসপাতালে ভর্তি করান। পরে সেখানে করোনা টেস্টে তার করোনা পজেটিভ আসে।
সেখানে তার অবস্থা সংকটপন্ন হলে আইসিইউতে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থা উন্নতি হলে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়।
গতকাল ফের তার অবস্থা সংকটপন্ন হলে তাকে সিএসসিআরে ভর্তি করান। পরে সেখানে তিনি চিকিৎসা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি ১০ নং হাইলধর ইউনিয়ন পরিষদের দুই ড়গঘ চেয়ারম্যান ছিলেন এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।