ডি এইচ মনসুর,আনোয়ারা :
বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও চট্রগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এডভোকেট কবীর চৌধুরী আর নেই।
মঙ্গলবার (২ জুন) সকাল সকাল ১১টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মরহুমের ছেলে এডভোকেট শফিউদ্দীন কবির আবিদ জানান, ঈদের দিন তিনি অসুস্থতা অনুভব করায় তাকে হাসপাতালে নেয়া হয়। এরপর গত ৩০ মে তাকে জেনারেল হাসপাতালের ভর্তি করানো হয়। গত সোমবার (১ জুন) তার করোনার রিপোর্ট পজেটিভ আসে।
আজ সকাল ১১টায় দিকে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে রেখে যান। তার দুই ছেলে ফখরুদ্দীন কবির আতিক ও এডভোকেট শফিউদ্দীন কবির আবিদ ।