আবু নাসের ইরফান,কক্সবাজার :
শনিবার ৭ আগস্ট থেকে সোমবার ৯ আগস্ট পর্যন্ত একটানা তিনদিন কক্সবাজার পৌরসভার ১২ টি ওয়ার্ডের ১২ টি টিকা কেন্দ্রে একযোগে করোনার টিকা দেওয়া হচ্ছে।
প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রতি ওয়ার্ডে প্রতিটি টিকা কেন্দ্রে ২০০ জনকে টিকা প্রদান করা হবে।
কক্সবাজার পৌরসভার ওযার্ডভিত্তিক ১২টি কেন্দ্র হল-
১ নম্বর ওয়ার্ড-কুতুবদিয়া পাড়া উপকুলীয় প্রাথমিক বিদ্যালয়,
২ নম্বর ওয়ার্ড-এয়ারপোর্ট পাবলিক উচ্চ বিদ্যালয়,
৩ নম্বর ওয়ার্ড-কস্তুরা ঘাট প্রাথমিক বিদ্যালয়,
৪ নম্বর ওয়ার্ড-আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়,
৫ নম্বর ওয়ার্ড আলির জাঁহাল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা,
৬ নম্বর ওয়ার্ড-ডিককুল হার্ভাড কলেজ,
৭ নম্বর ওয়ার্ড-টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট),
৮ নম্বর ওয়ার্ড-কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,
৯ নম্বর ওয়ার্ড-বিবেকানন্দ বিদ্যা নিকেতন,
১০ নম্বর ওয়ার্ড-পৌর প্রিপ্যার্যাটরি উচ্চ বিদ্যালয়, ১১ নম্বর ওয়ার্ড-বাহারছড়া ফোরকানিয়া মাদ্রাসা এবং
১২ নম্বর ওয়ার্ড-সৈকত কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুল, কলাতলী।