আবু নাসের ইরফান,কক্সবাজার :
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১২৫ জন সন্দেহভাজন রোগীর নমুনা টেষ্ট করে ১০ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। রোববার (১০ মে) শনাক্ত হওয়া ১০ করোনা রোগীর মধ্যে ৬ জনই কক্সবাজার শহরের বাসিন্দা। অন্য চারজনের মধ্যে দুইজন পেকুয়া উপজেলার, একজন চকরিয়ার ও অন্যজন উখিয়া উপজেলার।
তবে এদের মধ্যে বান্দরবান জেলা ও চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগড়ার নমুনা থাকলেও সেখানে কোন ‘পজিটিভ’ রোগী পাওয়া যায়নি।
সদরে ৬ জনের মধ্যে কক্সবাজার শহরের রুমালিয়ারছড়ায় একজন,তিনি এনজিও কর্মী,হাশেমিয়া মাদ্রাসা এলাকায় স্বামী-স্ত্রী দুইজন,টেকপাড়া কালুর দোকান এলাকায় একজন ও বার্মিজ মার্কেট এলাকায় একজন । সদরের অন্যজন হলেন ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকায়।
অন্যরা হলেন পেকুয়া উপজেলার বারবাকিয়া এলাকার দুইজন। এদের মধ্যে একজন মহিলা। এছাড়া চকরিয়ার ডুলাহাজারা এলাকায় একজন আর উখিয়া উপজেলার কোটবাজার এলাকার একজন।
কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ও রক্তরোগ বিশেষজ্ঞ ডা. অনুপম বড়ুয়া রোববার ১২৫ জনের টেষ্টে ১০ জন করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। করােনা রােগী সহ কক্সবাজার জেলায় বুধবার পর্যন্ত করােনা আক্রান্ত রােগীর সংখ্যা হলাে ৯১ জন ।