আবু নাসের ইরফান,কক্সবাজার :
মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসের সংখ্যা। করোনা ভাইরাসের মরণচোবলে ধাবিয়ে বেড়াচ্ছে সারা বিশ্ব। যার মধ্যে বাদ পরেনি বাংলাদেশের কক্সবাজারও। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে সােমবার ১৩ জুলাই ২৭০ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মােট ৩৬ জনের রিপাের্ট পজেটিভ ‘ পাওয়া যায় । তারমধ্যে কক্সবাজার জেলায় ২০ জন , বান্দরবান জেলায় ৯ জন , চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ৪ জন ও আগে পজেটিভ হওয়া পুরাতন ৩ জন করােনা রােগীর ফলােআপ টেস্ট রিপাের্ট ‘ পজেটিভ ‘ পাওয়া যায় । বাকী ২৩৪ জনের স্যাম্পল টেস্টের রিপাের্ট ‘ নেগেটিভ ‘ পাওয়া যায় ।
তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা . শাহজাহান নাজির ।
সােমবার ১৩ জুলাই পজেটিভ রিপাের্ট পাওয়া কক্সবাজার জেলার ২০ জন করােনা রােগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১০ জন , উখিয়া উপজেলায় ৪ জন , চকরিয়া উপজেলায় ১ জন , পেকুয়া উপজেলায় ১ জন , মহেশখালী উপজেলায় ১ জন ও কুতুবদিয়া উপজেলায় ৩ জন করােনা রােগী সনাক্ত করা হয় ।