জাহেদ হাসান,কক্সবাজার :
রামু থানা পুলিশের একটি টিম রামু বাইপাস মোড় থেকে ১২ হাজার ৫ শত ৪৭ পিস ইয়াবাসহ টেকনাফের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর অনুমানিক ২টার সময় রামু থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রামু থানাধীন রামু বাইপাস মোড়ের রেদওয়ান হোটেলের সামনে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে,পরে উদ্ধারকৃত ইয়াবা উপস্হিত সাক্ষীদের সামনে গণনা করে ১২ হাজার ৫ শত ৪৭ পিস ইয়াবা পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামী ১। জাকির আহমদ, পিতা-মৃত গোলাম কাদের, সাং-ছোট হাবিব পাড়া,টেকনাফ- কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজমিরুজ্জামান নিশ্চিত করেছেন।