ইয়াসিন আরাফাতের কবিতা-অপেক্ষা নিউজ নিউজ এডিটর প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯ ———— হে প্রিয়া, তুমি আসবে বলে, আমি এখনো অপেক্ষায় রয়েছি। তুমি আসবে বলে এখনো কোন বালিকার সাথে ভাব জমিয়ে আড্ডা দিইনি, উপভোগ করিনি কখনো বৃষ্টি বিলাস কিংবা চাঁদনী রাতের জ্যোৎস্না, যাইনি কখনো সমুদ্র উপকূল কিংবা পাহাড়ি ঝর্ণায়। সব কিছুই হবে শুধু তোমাকে নিয়ে! আচ্ছা, তোমার আখিঁদ্বয় কি হরিণীর মতো হবে? যেখানে তাকিয়ে আমার দুঃখ- ব্যথা গুলো ভুলে যাবো ! আচ্ছা, তোমার কন্ঠ কি কোকিলের মত হবে? যে কন্ঠ শুনে আমি বারবার নীড়ে ফিরে আসতে চাইবো! আচ্ছা, তুমি কি পবিত্রতায় ভরপুর হবে? যে পবিত্রতায় ডুব দিলে উৎকৃষ্ট ফুল ফুটে উঠবে! আমি জানিনা তুমি কেমন হবে, তোমার রূপ,রস,গন্ধ আমি চিনি না। নির্দিষ্ট সময়ের পূর্বে চিনতেও চাই না। প্রভু বলেছেন তোমাকে আমার জন্য নির্ধারিত রাখবেন। সেই তুমির অপেক্ষায় রইলাম। Share this:Like this:Like Loading... SHARES সাহিত্য বিষয়: