ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

২০২৬ সালের হজের রোডম্যাপ ঘোষণা করল সৌদি আরব

প্রতিবেদক
রফিকুল ইসলাম জসিম
১৯ জুন ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ণ

Link Copied!

২০২৬ সালের পবিত্র হজের রোডম্যাপ ঘোষণা করেছে সৌদি আরব। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী হজ কার্যক্রমে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ১৪৪৭ হিজরি মোতাবেক ২০২৬ সালে হজের অফিসিয়াল টাইমলাইন তথা রোডম্যাপ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয় চলতি বছরের ৮ জুন ঘোষণা করেছে ২০২৬ সালের হজের রোডম্যাপ। ঘোষিত রোডম্যাপটি হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), হজ এজেন্সি ও হজ কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে অবহিত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে দেশটি ।

সৌদি আরবের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের ২৬ জুলাই থেকে নুসুক মাসার প্ল্যাটফর্মের মাধ্যমে মিনার তথ্য জানা এবং অর্থ স্থানান্তরের সুবিধা চালু হবে।

রোডম্যাপে ১২ অক্টোবরের মধ্যে হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করার কথা বলা হয়েছে। ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি হজযাত্রীদের ভিসা প্রদান প্রক্রিয়া শুরু হবে এবং ১৮ এপ্রিল থেকে হজের উদ্দেশ্যে হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বিশেষ নির্দেশনায় আরও বলা হয়েছে, ২০২৬ সালে হজযাত্রীদের জন্য সর্বোচ্চ ২টি সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে। নুসুক মাসার প্ল্যাটফর্মে ১৫ মহররম ১৪৪৭ হিজরি চলতি বছরের ১০ জুলাই হজকোটা ঘোষণা করা হবে। হজের সব চুক্তি এবং সেবা সংক্রান্ত পেমেন্ট নুসুক মাসার প্ল্যাটফর্মে সম্পন্ন করতে হবে; এর বাইরে কোনো পেমেন্ট কঠোরভাবে নিষিদ্ধ এবং তা আইনের দৃষ্টিতে অপরাধ বলে গণ্য হবে।

এছাড়া মেডিকেল ফিটনেস ব্যতীত কোনো হজযাত্রী হজে গমন করতে পারবেন না। বিশেষ করে হৃদরোগ, ফুসফুস, লিভার সিরোসিস, কিডনি রোগে আক্রান্ত, নিউরোলজিক্যাল, মানসিক রোগ, ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, সংক্রামক যক্ষা এবং কেমোথেরাপী গ্রহণকারী ক্যান্সার আক্রান্ত রোগী হজের নিবন্ধন করতে পারবেন না বলে জানানো হয়েছে।

এদিকে এ বছর বিশ্বের ১৭১টি দেশের ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন পবিত্র হজপালন করেছেন। এরমধ্যে বিদেশি হাজির সংখ্যা ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন। আর সৌদি আরবের হাজি ১ লাখ ৬৬ হাজার ৬৫৪ জন। তন্মধ্যে বাংলাদেশি হাজির সংখ্যা ৮৭ হাজার ১৫৭।

সৌদি আরব ২০২৫ সালের হজের আগে ভিসা ব্যবস্থা সহজীকরণ, সামাজিক ও স্বেচ্ছাসেবক পরিষেবা বৃদ্ধি, স্বাস্থ্য, রসদ সরবরাহ এবং হজযাত্রীদের সহায়তাসহ বৃহৎ পরিসরে সহায়তা ক্ষেত্রগুলো বিস্তৃত করেছে। এ ধারাবাহিকতায় এবারও আগেভাগেই হজের প্রস্তুতি নেওয়া শুরু করল।

নতুন নিয়মে হজযাত্রীদের কোরবানি অর্থ নুসুক মাসার প্ল্যাটফর্মে আবশ্যিকভাবে জমা প্রদান করতে হবে। সেই সঙ্গে হজযাত্রীদের খাবারের জন্য সৌদি ক্যাটারিং কোম্পানির সঙ্গে চুক্তির পাশাপাশি হজযাত্রী ব্যবস্থাপনার কাজে হজে গমনকারীদের তাঁবু, সার্ভিস প্যাকেজ এবং পরিবহণ সেবামূল্য প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে হজের টাইমলাইন সংক্রান্ত বিজ্ঞপ্তিটি নিচে দেখুন

129 Views

আরও পড়ুন

বোয়ালখালী প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান

লাশের উপর নৃত্যঃ স্বপ্নের পথে কেনো রক্তের ছাপ?

শেরপুরে নালিতাবাড়ীতে পরিত্যক্ত ঘর ও পাহাড়ের ঢাল থেকে ২ লাশ উদ্ধার

টেকনাফে ইজিবাইকে মিললো১০হাজার ইয়াবা,আটক-২

সংসার সামলে হলেন বিসিএস ক্যাডার আরিফা

মণিপুরী মুসলিম শিক্ষার্থী সুমাইয়া এসএসসিতে জিপিএ-৫ ও মেধাবৃত্তিতে শীর্ষে

বিএনপি থেকে ড. ফয়জুল হকের পদত্যাগ

রেজভীর কৃতিত্ব: গোল্ডেন এ প্লাস পেলেন মণিপুরী মুসলিমের মেধাবী শিক্ষার্থী

পাঙাল হাফেজ শফিকুলের কৃতিত্ব: হিফজ শেষে বিজ্ঞান বিভাগেও জিপিএ-৫

গাইবান্ধায় এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

কাপাসিয়ায় জেলা জামায়াতে ইসলামীর রোকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত

মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী
মাহফুজা জেরিনের জিপিএ-৫ অর্জন, হতে চান ডাক্তার