সাত্তার সিকদার, নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা চকবাজার উপ-কমিটির আয়োজনে দক্ষিণ চট্টগ্রামের ৫২তম ঐতিহাসিক চূনতির ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (স.) মাহফিলের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে ।
২২ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) রাতে ঢাকাস্থ চকবাজারের একটি রেষ্টুরেন্ট হল রুমে চকবাজার উপ-কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি আলহাজ্ব সাব্বির আহমদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফিলের মোতোওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও দেশব্যাপী পরিচালিত উপকমিটির প্রধান সমন্বয়ক মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত।
ঢাকাস্থ চকবাজার ও মিটফোর্ডের ব্যবসায়ীদের নিয়ে গঠিত উপ কমিটির সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়নিক প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, ঢাকা জেলা উপ-কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী রবিউল হাসান আশিক, ঢাকাস্থ চট্টগ্রাম ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান শফিক, চট্টগ্রাম ব্যবসায়ী সমিতির ঢাকার সহ-সভাপতি আলহাজ্ব আবদুস সোবহান, যুগ্ন সম্পাদক জহির আহমদ, সাংবাদিক সাত্তার সিকদার, উপ-কমিটির অর্থ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল, সিরত উপ- কমিটির সহ-প্রচার সম্পাদক হুমায়ুন কবির, সহ-অর্থ সম্পাদক মোঃ জুনায়েদ, শিমুল,আরিফ,নুর মোহাম্মদ, আইয়ুব, গফুর,সেলিম প্রমূখ।
এসময় সিরত উপ-কমিটির সদস্যসহ চকবাজারের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ আগামী ১১ রবিউল আউয়াল (৮ অক্টোবর) চুনতি সীরত ময়দান শাহ মনজিলে ৫২তম সীরতুন্নবী (স.) শুরু হবে।