আমি নারী,
সকল বঞ্চনা সইতে পারি
আপনদের ছেড়ে এসে
পরকে আপন করতে পারি।
আমি নারী,
সমস্ত অপমান গায়ে মেখে
পারি বিনয়ী হতে
চলতে পারি জীবন নামের
নদীর বিপরীত স্রোতো।
আমি নারী,
হাজারো কষ্ট বুকে জমা রেখে হাসি
অবজ্ঞা অবহেলা করা মানুষগুলোকে
দিনশেষে আবার ভালবাসি।
আমি নারী,
সকল কর্মক্ষেএে এখন আমার বিচরণ
আমার মাঝে আছে
পৃথিবীকে বদলে দেয়ার অদ্ভুত
এক সৃষ্টিশীল মন।