মুহাম্মদ ওমর ফারুক,সৌদিআরবঃ
সৌদি আরবের রাজধানী রিয়াদে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে দগ্ধ হয়ে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
গত রোববার ২৪ নভেম্বর রিয়াদে নিজ বাসায় এসির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রুমে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মারা যান তারা।
নিহত বাংলাদেশিরা হলেন বোরহান উদ্দিন ও মাহিম। বোরহানের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের উড়োলিয়া গ্রামে। মাহিমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। তারা রাজধানী রিয়াদের একটি শহরে ইমামা কোম্পানিতে কাজ করতেন।
জানা গেছে, প্রতিদিনের মতো কাজ শেষ করে বাসায় সহকর্মীদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন বোরহান ও মাহিম। হঠাৎ গভীর রাতে ঘুমন্ত অবস্থায় এসির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রুমে আগুন লেগে যায়। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে বোরহান উদ্দিন ও মহিম পুড়ে মারা যান।
এ দিকে সৌদিতে থাকা বোরহানের প্রতিবেশী মহর আলী এ প্রতিনিধিকে জানান, চার বছর আগে শ্রমিক ভিসায় সৌদি আরব যান তিনি। তিন বছর কাজ করার পর ছুটি নিয়ে এক বছর আগে তিনি দেশে এসে বিয়ে করেন। বিয়ের দুই মাসের মাথায় আবার সৌদি চলে যান। প্রতিদিনের মতো গত রোববার রাতে কাজ শেষে সহকর্মীসহ ঘুমিয়ে পড়েন বোরহান। এ অবস্থায় আগুন লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে সহকর্মী মাহিমসহ বোরহানের মৃত্যু হয়।
বর্তমানে তাদের মরদেহ রিয়াদের একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।##