ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

ভারতে ‘পিএফআই’ ও ইমাম কাউন্সিলসহ ৯ সংগঠন ৫ বছরের জন্য নিষিদ্ধ

প্রতিবেদক
রফিকুল ইসলাম জসিম
২৮ সেপ্টেম্বর ২০২২, ৫:১৮ অপরাহ্ণ

Link Copied!

ভারতের কেন্দ্রীয় সরকার ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই), অল ইন্ডিয়া ইমাম’স কাউন্সিলসহ ৯ সংগঠনের বিরুদ্ধে ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। আজ (বুধবার) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এসব সংগঠনকে নিষিদ্ধ করতে প্রজ্ঞাপন জারি করেছে।

সরকারের দাবি- তাদের বিরুদ্ধে সন্ত্রাসী যোগসূত্রের প্রমাণ পাওয়া গেছে। কেন্দ্রীয় সরকার আনলফুল অ্যাক্টিভিটি প্রিভেনশন অ্যাক্ট- এর অধীনে ওই পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার বলেছে, পিএফআই এবং এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি।

পিএফআই-এর পাশাপাশি যেসব সংগঠন বা সংস্থার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হল :

১) রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন (RIF)

২) ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়া (CFI)

৩) অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল (AIIC)

৪) ন্যাশনাল কনফেডারেশন অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন (NCHRO)

৫) জাতীয় মহিলা ফ্রন্ট

৬) জুনিয়র ফ্রন্ট

৭) ইমপাওয়ার ইন্ডিয়া ফাউন্ডেশন

৮) রিহ্যাব ফাউন্ডেশন

ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পিএফআই নেতৃবৃন্দকেন্দ্রীয় সরকার বলছে ‘পিএফআই’ এবং এর সহযোগী সংস্থাগুলো বেআইনি কার্যকলাপ চালাচ্ছিল। এসব কর্মকাণ্ড দেশের নিরাপত্তা ও অখণ্ডতার জন্য হুমকিস্বরূপ। এসব সংগঠনের কার্যক্রম দেশের শান্তি ও ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি হয়ে উঠতে পারে। পিএফআই এবং এর সহযোগী সংগঠনগুলো দেশে সন্ত্রাসবাদকে সমর্থন করছে বলেও দাবি কেন্দ্রীয় সরকারের।

২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারি দক্ষিণ ভারতের তিনটি মুসলিম সংগঠনকে একীভূত করে গঠিত হয়েছিল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া।  পিএফআইয়ের দাবি- তারা ২৩টি রাজ্যে সক্রিয়। স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (সিমি) উপর নিষেধাজ্ঞার পরে ‘পিএফআই’ কর্ণাটক, কেরালার মতো দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে দ্রুত প্রসারিত হয়েছে।

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) সম্প্রতি ১৫ টি রাজ্যে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ৯৩টি স্থানে অভিযান চালায়। সন্ত্রাসী তহবিল মামলায় নেওয়া ওই পদক্ষেপে পিএফআইয়ের সঙ্গে যুক্ত ১০৬ সদস্যকে গ্রেফতার  করা হয়েছে।

গতকাল (মঙ্গলবার) জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এবং ‘ইডি’ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) বেশ কয়েকটি স্থানে অভিযান চালায়। এ সময়ে দেশের ৮টি রাজ্য থেকে ১৭২ জন পিএফআই কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এনআইএ দিল্লির শাহীনবাগে অভিযান চালিয়ে পিএফআই-এর সাথে যুক্ত ৩০ জনকে গ্রেফতার করেছে। শাহীনবাগে ওই অভিযানের পর মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় পুলিশ বাহিনী। একই সঙ্গে জামিয়া নগরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখানে দু’মাস ধরে চার বা তার বেশি লোক জড়ো হওয়ার অনুমতি নেই। জামিয়া ইউনিভার্সিটি একটি সার্কুলার জারি করে শিক্ষার্থীদের জমায়েত না করতে বলেছে।

183 Views

আরও পড়ুন

বুটেক্স শিক্ষার্থীদের উপর ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের হামলা, আহত অর্ধ শতাধিক

পাঠকের অনুভূতিতে ❝কলিজার আধখান❞

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে বিএনপি সন্দেহ করছে–ড. হুমায়ুন কবির

বিশ্বরূপ চন্দ্র বিশ্বাসের কবিতা:- হাসি

শান্তিগঞ্জে জমিয়তের গণসংবর্ধনা ও কাউন্সিল শুক্রবার

শান্তিগঞ্জে জমিয়তের গণ সমাবেশ সফল করার লক্ষে সংবাদ সম্মেলন

আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের র‌্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বোয়ালখালীর নব যোগদানকৃত শিক্ষা অফিসার হারুন উর রশীদকে বরণ

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাইনবোর্ড শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন