ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

পাকিস্তানের বেলুচিস্তানে ঈদে মিলাদুন্নবীর র‍্যালীতে হামলা, নিহত ৫২

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৩, ৩:৪৩ অপরাহ্ণ

Link Copied!

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে পুলিশসহ কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক। মাস্তুং জেলার একটি মসজিদের কাছে শুক্রবার দুপুরে বিস্ফোরণটি হয়। জেলা স্বাস্থ্য কর্মকর্তা (ডিএইচও) আব্দুল রাজ্জাক শাহি ডন ডটকমকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় পুলিশ অফিসার জাভেদ লেহরি বলেন, ‘এটি একটি আত্মঘাতী হামলা বলে মনে হচ্ছে। বোমারু পুলিশ ডেপুটি সুপারিনটেনডেন্ট নওয়াজ গিশকোরির গাড়ির কাছে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দিয়েছেন৷’

বেলুচিস্তানের সরকারি প্রশাসক আতা উল্লাহ জানান, নিহতদের মধ্যে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা অফিসার মোহাম্মদ নওয়াজ আছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বেলুচিস্তানে সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে অংশ নিতে আসা নিরীহ মানুষদের ওপর হামলা হয়েছে। এটি অত্যন্ত জঘন্য কাজ।

এখনো কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

ধারণা করা হচ্ছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলায় জড়িত থাকতে পারে। সংগঠনটি আফগান তালেবানের ঘনিষ্ঠ মিত্র। ২০২১ সালে প্রতিবেশী আফগানিস্তানের ক্ষমতা দখল করে তারা। টিটিপি অবশ্য দায় অস্বীকার করেছে।

সারা বিশ্বের মুসলমানদের পাশাপাশি জনসমাবেশের মাধ্যমে ইসলামের সবশেষ নবী হয়রত মোহাম্মদ (সা.) জন্মদিন উদযাপন করা হয় পাকিস্তানেও। যদিও উদযাপনটি বেশিরভাগ ইসলামি সম্প্রদায়ের দ্বারা গৃহীত, তবে গোটা কয়েক সম্প্রদায় এটিকে একটি অযৌক্তিক উদ্ভাবন হিসেবে দেখে।

অতীতেও সশস্ত্র গোষ্ঠীগুলোর বর্বর হামলার লক্ষ্যবস্তু হয়েছে পাকিস্তান। চলতি মাসের শুরুতে বেলুচিস্তানের একই জেলায় বিস্ফোরণে বিশিষ্ট এক ধর্মীয় নেতাসহ অন্তত ১১ জন আহত হন।

এর আগে গেলো জুলাইয়ে উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি ধর্মীয় রাজনৈতিক দলের সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

299 Views

আরও পড়ুন

আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের র‌্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বোয়ালখালীর নব যোগদানকৃত শিক্ষা অফিসার হারুন উর রশীদকে বরণ

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাইনবোর্ড শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাইফুল ইসলামের কবিতা : শীতের আমেজ

সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ

পাবনার হেমায়েতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ : নিহত ১

কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রার আয়োজন

কাপাসিয়ায় ইসলাম শিক্ষা শিক্ষক পরিষদের উদ্যোগে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

কক্সবাজারের ঈদগাহতে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন

জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সৌরভ – মনির