ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

নত হবে না ইরান, ভয়াবহ ১০ বিপর্যয়ে কাঁপছে

প্রতিবেদক
রফিকুল ইসলাম জসিম
২১ জুন ২০২৫, ১:৫৯ অপরাহ্ণ

Link Copied!

ইরান-ইসরায়েল সরাসরি সংঘাত এখন কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়—এটি পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ভয়াবহ সংকটের আভাস দিচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকেই একের পর এক ক্ষতির মুখে পড়ছে ইসরায়েল। সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক ও মানবিক—প্রতিটি খাতে দেশটি চরম চ্যালেঞ্জ মোকাবিলা করছে। সামরিক বিশ্লেষকেরা সতর্ক করেছেন: যুদ্ধ যত দীর্ঘ হবে, ইসরায়েলের ক্ষয়ক্ষতিও তত গভীর হবে।

ইসরায়েল এই যুদ্ধে প্রতিদিন প্রায় ৭০০–৯০০ মিলিয়ন ডলার খরচ করছে। যুদ্ধের শুরুতে মাত্র দুইদিনেই ব্যয় হয়েছিল ১.৪৫ বিলিয়ন ডলার। এতে বাজেটের উপর বিপুল চাপ সৃষ্টি হচ্ছে।

‘ডেভিড’স স্লিং’, ‘আয়রন ডোম’, এবং ‘অ্যারো সিস্টেম’-এর মতো অত্যাধুনিক প্রতিরক্ষা অস্ত্রগুলোর প্রতিটি ইউনিটের খরচ মিলিয়ন ডলারে। এর ঘাটতি পূরণ করতেই বাজেট বাড়াতে হচ্ছে।

ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বিদ্যুৎকেন্দ্র, গ্যাস স্টোরেজ, পানি শোধনাগার ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায়। দক্ষিণ ইসরায়েলের সরোকা মেডিকেল সেন্টারে আহত শতাধিক মানুষ এবং বিদ্যুৎ বিভ্রাট শিল্প উৎপাদনে বড় ধাক্কা দিয়েছে।

সমুদ্রবন্দর ও বিমানবন্দরে কার্যক্রম হ্রাস পেয়েছে, বিমার খরচ তিনগুণ বেড়েছে। স্টক মার্কেটে ধস ও বিদেশি বিনিয়োগ হ্রাস ইসরায়েলি অর্থনীতিকে টালমাটাল করে দিয়েছে।

হাজার হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে, স্কুল-কলেজ বন্ধ, বিমান চলাচলে বিঘ্ন—সবমিলিয়ে সাধারণ জীবনব্যবস্থা ভেঙে পড়েছে।

যুদ্ধের খরচ সামলাতে গিয়ে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। এটি দীর্ঘমেয়াদে সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।

ইসরায়েল এখন মার্কিন অস্ত্র ও প্রযুক্তির ওপর একচেটিয়া নির্ভরশীল হয়ে পড়েছে। যদি যুক্তরাষ্ট্র কোনো কারণে সহায়তা হ্রাস করে, তাহলে অস্ত্র ঘাটতি সামরিক ভারসাম্যকে বিপর্যস্ত করতে পারে।

নাগরিকদের মধ্যে হতাশা, আশ্রয়কেন্দ্রের ক্লান্তি ও যুদ্ধকালীন অনিশ্চয়তা এক ধরনের মনোবলহীনতা সৃষ্টি করছে, যা যুদ্ধক্ষমতাকেও দুর্বল করে।

যুদ্ধের পেছনে যুক্তি দেখাতে গিয়ে আন্তর্জাতিকভাবে কূটনৈতিক সমর্থন হারাচ্ছে ইসরায়েল। জাতিসংঘ ও বহু মুসলিম দেশের নিন্দা এবং বর্জনের মুখে পড়তে হচ্ছে।

ইরান বারবার জানিয়েছে, এখনো তারা পুরো শক্তি ব্যবহার করেনি। বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘ হলে ইরান আরও ভয়াবহ পাল্টা আঘাত হানতে পারে।

95 Views

আরও পড়ুন

মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী
মাহফুজা জেরিনের জিপিএ-৫ অর্জন, হতে চান ডাক্তার

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ

ফেনীর ফুলগাজীতে বন্যায় পানিবন্দিদের উদ্ধার করলো ফুলগাজী ফায়ার সার্ভিস টিম

শান্তিগঞ্জে বিনামূল্যে গরু ও ভেড়া বিতরণ 

টেকনাফে চার শতাধিক অসহায়-ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে র‌্যাব ও কোস্টগার্ডের ত্রাণ সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে এসএসসি ফলাফলে শীর্ষে সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয় ও পিছিয়ে সুরমা উচ্চ বিদ্যালয়

দৌড়ের উত্তাপে মৌলভীবাজার:
শুরু হচ্ছে ‘সামার ৭.৫ কি.মি রান ২০২৫’-এর রেজিস্ট্রেশন

এসএসসির ফলাফল বিপর্যয়: দায় কি শুধু শিক্ষার্থীদের?

শান্তিগঞ্জে উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সেলাই মেশিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ

দাখিল পরীক্ষায় দ্বিতীয় স্থান: তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখার সাফল্য ও হতাশা একসাথে

আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

১৪ জুলাই পাবলিক হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল জনসভা