শফিউল আলম,দুবাই থেকে —
গত ৭ই মার্চ শনিবার রাতে দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির অস্হাযী কার্যালয়ে কমিটির সভাপতি কাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনারুল হক এর পরিচালনায় ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষন এর তাৎপর্য নিয়ে আলোচনা ও কার্যকরী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ধর্মীয় সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন তৈয়েবীর কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী নেতা আইয়ুব আলী বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
পরে কমিটির সকল কর্মকর্তা ও সদস্যদের নিয়ে মহান ২৬ শে মার্চ উদযাপন ও পিতা মুজিবের সপ্নকে একে একে বাস্তবে রূপ দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মিশন ২১\৪১ বাস্তবায়নের কাজ করতে বক্তারা সকলের প্রতি আহ্বান জানান ।
পরে আগামী ২৯শে মার্চ চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র পদে মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করার জন্যও বিদেশে সকল কে কাজ করার আহ্বান করেন।