নিজস্ব প্রতিবেদক।
আনোয়ারা উপজেলার ৫নং বরুমছড়া ইউনিয়নের বরুমছড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পুকুরে ডুবে আযান (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি ) দুপুর দেড়টার দিকে বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পুকুরে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আযান ওই এলাকার মাহফুজের একমাত্র ছেলে।
এই বিষয়ে আযানের পিতা মাহফুজ জানান, বাজার থেকে ফিরে আযানের কথা জানতে চাইলে সবাই জানায় আযান খেলতে গেছে। এরপর আযানের খুঁজে ঘর থেকে বের হয়ে দেখি আমার আযান পুকুরের পানিতে ভাসতেছে।
তাড়াতাড়ি করে ছেলেকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি.এইস আবু জাহিদ মোহাম্মদ সাইফুউদ্দিন বলেন, আজ দুপুরে বরুমছড়া ইউনিয়ন থেকে ছোট একটা শিশু মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক পরীক্ষা করে আমরা শিশুটিকে মৃত ঘোষণা করে তার পরিবারের কাছে হস্তান্তর করি।
নিউজ ভিশন বাংলাদেশের একটি পাঠক প্রিয় অনলাইন সংবাদপত্র। আমরা নিরপেক্ষ, পেশাদারিত্ব, অনুসন্ধানমূলক, তথ্যনির্ভর, নৈতিক সাংবাদিকতায় বিশ্বাসী।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ রফিকুল ইসলাম
ঢাকা অফিস: ইকুরিয়া বাজার,হাসনাবাদ,দক্ষিণ কেরাণীগঞ্জ,ঢাকা-১৩১০।
চট্টগ্রাম অফিস: একে টাওয়ার,শাহ আমানত সংযোগ সেতু রোড,বাকলিয়া,চট্টগ্রাম |
সিলেট অফিস: বরকতিয়া মার্কেট,আম্বরখানা,সিলেট |
রংপুর অফিস : সাকিন ভিলা, শাপলা চত্ত্বর, রংপুর |
+8801789372328, +8801829934487 newsvision71@gmail.com, https://newsvisionbd.com