আদমদীঘিতে আবারও ইট ভাটায় অভিযান ,চার শ্রমিকের জেল ও মালিকের জরিমানা নিউজ নিউজ এডিটর প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে আবারও ইট ভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। চাঁপাপুর এলাকায় কৃষি জমি ব্যবহারসহ পরিবেশ দুষণ অপরাধের দায়ে মেসার্স গ্রিন ব্রিকস্রে মালিক হান্নান আকন্দের ৩লাখ ও মেসার্স এমএলবি এন্টারপ্রাইজের মালিক মুরাদের ৫০ হাজারসহ মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গত রোববার বিকেলে বগুড়া জেলা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট পাপিয়া সুলতান ও নাসরিন আক্তার এই আদেশ দেন। এর তিন দিন পূর্বে ইসবপুর এলাকায় দুই ইট ভাটা মালিকের ৬ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। বগুড়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মকবুল হোসেন জানান, গত রোববার বিকেলে পরিবেশ অধিদপ্তরের টিম আদমদীঘির চাঁপাপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে কৃষি জমি ব্যবহারসহ পরিবেশ দুষণের দায়ে ভ্রাম্যমান আদালত ওই দুই ইট ভাটা মালিকের ৩ লাখ ৫০ হাজার টাকা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। কিন্ত মালিক পক্ষ তৎক্ষনিক জরিমানার অর্থ প্রদান না করায় ৪জনকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়ে জেল খানায় পাঠান। কারাদন্ডপ্রাপ্তরা হলো নীলফামারি জেলার ডোমার উপজেলার হলহলিয়া গ্রামের সাইদুল ইসলাম, প্রদীপ মনরঞ্জন, পঞ্জগড় জেলার বোদা উপজেলার রশিদুল ইসলাম। ও পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন। এছাড়া আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আদমদীঘির-সান্তাহার সড়কের পাশের্^ মেসার্স রহমান এন্ড সন্স-নামের প্রতিষ্টান চটের বস্তা ব্যবহার না করে অবৈধ প্লাষ্টিকের বস্তায় প্যাকেটিং করার দায়ে প্রতিষ্ঠান মালিকের ৩০ হাজার টাকা জরিমানা ও বিপুল প্লাষ্টিকের বস্তা জব্দ করেন। এসময় পাট অধিদপ্তরের মূখ্য পরিচালক ও আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন উপস্থিত ছিলেন। # Share this:Like this:Like Loading... SHARES আইন-আদালত বিষয়: