কাইমুল ইসলাম ছোটন
[]
দ্বিতীয় টুঙ্গিপাড়া খ্যাত মাতারবাড়ী তরুণ সেচ্ছাসেবীদের পরিবেশ, শিক্ষা ও সচেতনতামুলক সংগঠন ‘সবুজ শিখা’। আমাদের সমাজ আমরা গড়ি- স্লোগানে কাজ করে যাচ্ছে এই সংগঠন। সংগঠনটি মাতারবাড়ীতে বৃক্ষরোপণসহ বিভিন্ন জনসচেতনতা মূলক প্রোগ্রামের আয়োজন করে বারবার সাধারণ মানুষের মন কেড়ে নিয়েছে।
পরিবেশ, শিক্ষা ও জনসচেতনতামূলক সংগঠন সবুজ শিখার আজ ১৯ ফেব্রুয়ারী (শুক্রবার) হাজী এ. ছালাম কমিউনিটি সেন্টারে সন্ধ্যা ৬ টায় বাৎসরিক মিলনমেলা এবং সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এই অনুষ্ঠানে শিক্ষা,পরিবেশ ও জনসচেতনতা মূলক কাজ করা মাতারবাড়ীর তিন কৃতি সন্তানকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
অনুষ্ঠানে মাতারবাড়ীর প্রায় ১১ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা তাদের কার্যক্রম ও পরিকল্পনা উপস্থাপন করবেন। সেচ্ছাসেবীরা কেমন মাতারবাড়ী চাই সে গল্প শোনাবেন।
উক্ত অনুষ্ঠানে মাতারবাড়ী জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ উপস্থিত থাকবেন।
আয়োজক কমিটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয় ও প্রতিবেদককে জানান।