আব্দুল মুনতাকিন জুয়েল, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা ফুলছড়িতে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য লাল মিয়া হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবীতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোব কর্মসুচী পালিত হয়েছে।
গত ৯ ফেব্রয়ারী প্রকাশ্যে দিনের বেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য লাল মিয়াকে কাবিলপুর সাদেক খাঁ বাজারে উপজেলা হেড কোয়াটার কালির বাজারে আসার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত লাল মিয়া মেম্বাবের ছেলে মোরর্শেদ আলী বাদী হয়ে ফুলছড়ি থানায় মামলা দায়ের করেন। আসামী গ্রেফতার না হওয়ায় বিক্ষুদ্ধ হয়ে ওঠেন এলাকাবাসী ।
এই প্রেক্ষিতে আজ সোমবার দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডে মানববন্ধন ও বিক্ষোব কর্মসুচী পালিত হয়েছে।উক্ত কর্মসুচীতে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ,ওয়ার্কাস পাটির কেন্দ্রিয় নেতা আমিনুল ইসলাম গোলাপ,সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন সহ অনেকে ।
গাইবান্ধার তিস্তা, যমুনার চরাঞ্চল থেকে আসা শত শত মানুষ মানববন্ধনে অংশ নেয় ।