মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতাঃ
দিনাজপুরের হিলি-হাকিমপুরে প্রধানমন্ত্রীর “জমি আছে ঘর নেই” প্রকল্পের বিশেষ বরাদ্দের ঘর পাইয়ে দেওয়ার নাম করে গ্রামের অসহায়-দুস্থ্য মানুষদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে আব্দুল লতিফ (৫০) নামের এক ব্যাক্তিকে দু’মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এই কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আব্দুল লতিফ উপজেলার বৈগ্রাম এলাকার মৃত লালমিয়া শেখের ছেলে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের জমি আছে ঘর নেই এমন প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে গ্রামের দুস্থ্য মানুষদের কাছ থেকে আব্দুল লতিফ নামের এক ব্যাক্তি টাকা নিয়েছেন বলে অভিযোগ পাই। পরে সেই ব্যাক্তিকে আটক করা হয়, এর পরে সেই ব্যাক্তি টাকা নেওয়ার কথা স্বীকার করে এবং যে মহিলা টাকা দিয়েছে সেও বিষয়টি নিশ্চিত করেন। পরে তাকে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।