ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

রংপুরের কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া এএসআই রাজু’র ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

প্রতিবেদক
admin
৪ নভেম্বর ২০২০, ১০:১৯ অপরাহ্ণ

Link Copied!

সহযোগি আলেয়া বেগম ওরফে সুমাইয়া আক্তার মেঘলা ও সুরভি আক্তার সমাপ্তি’র ৩ দিনের রিমান্ড

রাফিউল ইসলাম রাব্বি, স্টাফ রিপোর্টার :

রংপুরের হারাগাছে এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়ায় মেট্রোপলিটন ডিবি’র এএসআই রায়হানুল ইসলাম ওরফে রাজু’র ৫ দিনের ও তার সহযোগি আলেয়া বেগম ওরফে সুমাইয়া আক্তার মেঘলা ও সুরভি আক্তার সমাপ্তি’র ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

পিবিআইয়ের ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বুধবার দুপুরে হারাগাছ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতের বিচারক স্নিগ্ধা রানী রিমান্ড আবেদনের শুনানী করেন। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রায়হানুল, মেঘলা ও সমাপ্তিকে আদালতে আনা হয়।

পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, লালমনিরহাট থেকে গ্রেফতার হওয়া ক্ষুদ্র ব্যবসায়ী বাবুল হোসেন (৪০) ও আবুল কালাম আজাদ (৪২) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। কিন্তুপুলিশ সদস্য রায়হানুল ও এ মামলার অপর আসামী মেঘলা ও সমাপ্তি আদালতে ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তাই তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নিয়ে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালত এএসআই রায়হানুলের ৫ দিনের এবং মেঘলা ও সমাপ্তি’র ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা এই সময়ের মধ্যে তাদের জিজ্ঞাসাবাদ করবো। মামলা সংক্রান্ত বিভিন্ন বিষয় জানার চেষ্টা করবো। সাক্ষ্য অনুযায়ী যেগুলো ম্যাচ করে সেগুলো দেখবো।

এএসআই রায়হানুল ইসলামের আইনজীবি অ্যাড. সোলায়মান সিদ্দিকী বলেন, রাষ্ট্রপক্ষ এএসআই রায়হানুলের ৭ দিনের রিমান্ড আবেদন করে। এর আগে ২২ ধারায় জবানবন্দীতে বাবলু ও আজাদ তাদের দায় স্বীকার করেছে। এএসআই রায়হানুল নিদোর্ষ আমি আদালতে উপস্থাপনের চেষ্টা করেছি। আদালত সন্তুষ্ট হয়ে এএসআই রায়হানুলের রিমান্ড আবেদন ৭ দিন কমিয়ে ৫ দিন করেছে।

উল্লেখ্য, ২৫ অক্টোবর ডিবি’র এএসআই রায়হানুল ইসলাম ওরফে রাজুর নেতৃত্বে ক্যাদারের পুল এলাকার আলেয়া বেগম ওরফে সুমাইয়া আক্তার মেঘলার বাড়িতে মেঘলার সহযোগি সুরভি আক্তার সমাপ্তির সহযোগিতায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরী।

এ ঘটনায় ধর্ষিতার বাবা হারাগাছ থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই মেঘলাকে আটকসহ এএসআই রায়হানুল হককে বরখাস্ত করে পুলিশী হেফজাতে নেয়া হয়। ২৬ অক্টোবর মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়। পিবিআই অভিযান চালিয়ে ২৭ অক্টোবর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ক্ষুদ্র ব্যবসায়ী বাবুল হোসেন (৪০) ও আবুল কালাম আজাদ (৪২) লালমনিরহাট থেকে গ্রেফতার করে এবং ঘটনায় জড়িত মেঘলা ও সমাপ্তিকে আদালতে হাজির করে।

বুধবার ধর্ষিত ওই কিশোরী, গ্রেফতার হওয়া বাবুল ও আজাদের জবানবন্দী নেয় আদালত। সেখানে সবাই এসএসআই রায়হানুলের সম্পৃক্ততার কথা জানান।

এরপর ২৮ অক্টোবর রাতে রায়হানুলকে পিবিআই হেফাজতে নিয়ে এই মামলায় গ্রেফতার দেখানো হয়।

গত ২৯ অক্টোবর পিবিআই রায়হানুলকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক ৪ নভেম্বর শুনানীর তারিখ নির্ধারণ করেন।

আরও পড়ুন

চকরিয়ার ডুলাহাজারায় চেকপোস্টে ২০ হাজার ইয়াবাসহ পাচারকারী গ্রেফতার

নিম্নচাপে উত্তাল সাগর : সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভুমিকম্প

কক্সবাজারের নতুন ইউএনও মিস তানজিলা তাসনিম

‎শান্তিগঞ্জের আস্তমায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা ‎ ‎

‎শাল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন,আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ ‎

১২ বছর পর মাস্টার্সের ফল প্রকাশ : সিজিপিএ ৪ পেয়ে প্রথম শিবির নেতা

কুবিতে বাংলা বিভাগের আয়োজনে প্রথম আন্তর্জাতিক সম্মেলন

সুনামগঞ্জ–৫ আসনে মনোনয়ন বঞ্চনা ঘিরে আলোচনা: নীরব মিজান চৌধুরীকে ঘিরে নতুন সমীকরণ?

গাইবান্ধার বোয়ালী ইউনিয়নে কাবিটা প্রকল্পের রাস্তা নির্মাণ কাজে অনিয়ম সিডিউল দেখতে চাওয়ায় সাংবাদিকের উপর হামলা

‎সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল বাসারের ইন্তেকাল,দাফন সম্পন্ন ‎ ‎

মাদারীপুরে নবাগত পুলিশ সুপার এহতেশামুল হকের যোগদান