স্টাফ রিপোর্টার, রাবি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কলেজছাত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় সোহেল রানা (২২) নামে এক যুবকের ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিল। সাজাপ্রাপ্ত সোহেল রানার বাড়ি নওগাঁর উপজেলার পাকুড়িয়া উত্তরপাড়া গ্রামে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, সোহেল একই আলাকার এক কলেজছাত্রীকে (১৮) প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিল। এরপর ২০১৮ সালের ৪ মে রাত পৌনে ৯টার দিকে ওই ছাত্রীকে নিয়ে ফেসবুকে কু-রুচিপূর্ণ পোস্ট দেয়। এছাড়া কুরুচিপূর্ণ মন্তব্য করে মোবাইলেও এসএমএস পাঠায়। এ ঘটনায় ১৪ জুন মান্দায় থানায় ৫৭ ধারায় একটি মামলা করেন ওই ছাত্রীর বাবা।
তিনি আরও বলেন, মামলার বিচার চলাকালে আদালত ছয়জনের সাক্ষ্যগ্রহণ করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছে। রায় ঘোষণার পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।