প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারের চকরিয়ায় বরইতলী আহমদিয়া মাদ্রাসায় এতিম শিশু শিক্ষার্থীদের কোরআনে হাফেজদের জন্য “শিশুভোজ” এর আয়োজন করেন কক্সবাজারের সামাজিক সংগঠন ফুটন্ত কিশোর ক্লাব। রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় অর্ধ শতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
শিশুভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুটন্ত কিশোর ক্লাবের উপদেষ্টা ও বরইতলীর তরুণ সমাজ সেবক এইচ.এম সোহেল সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের দাতা সদস্য বিডিয়ার কর্মকর্তা নুরুল ইসলাম নোহান।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় পরিষদ সভাপতি সাখাওয়াত হোসেন অাদনান, কেন্দ্রীয় পরিষদ সাধারণ সম্পাদক হাসান মোরাদ, সাংগঠনিক সম্পাদক নুরুল মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাদেক হোসেন খোকা, চকরিয়া ইউনিটের সাবেক সমন্বয়ক জিহান উদ্দিন, উপ সমন্বয়ক মামুনুল ইসলাম, চট্টগ্রাম ইউনিটের সাবেক সমন্বয়ক বেলাল উদ্দিন, সদস্য শেখ জাওয়াদুল বার চৌধুরী, আব্দুল হাই, আরিফুল ইসলাম, মোঃ সাঈদ, মোঃ জিহাদ, তানিম, সায়েম সহ প্রমুখ।
প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় পরিষদ সভাপতি সাখাওয়াত হোসেন অাদনান বলেন, আমরা শিশুভোজ শিরোনামে এই প্রজেক্ট চালু করেছি ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে। এতিমদের জন্য কিছু করতে পারার চেয়ে আনন্দের কিছু নেই। তাদের হাসিটাই আমাদের কাছে সবচেয়ে মূল্যবান। আমাদের সংগঠন সবসময় মানবিক কাজ অব্যহত রাখবে বিগত সময়ের মতো। বিত্তবানদের অনুরোধ আপনারাও সাধ্যমতো তাদের সহযোগিতা করুন।
নিউজ ভিশন বাংলাদেশের একটি পাঠক প্রিয় অনলাইন সংবাদপত্র। আমরা নিরপেক্ষ, পেশাদারিত্ব, অনুসন্ধানমূলক, তথ্যনির্ভর, নৈতিক সাংবাদিকতায় বিশ্বাসী।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ রফিকুল ইসলাম
ঢাকা অফিস: ইকুরিয়া বাজার,হাসনাবাদ,দক্ষিণ কেরাণীগঞ্জ,ঢাকা-১৩১০।
চট্টগ্রাম অফিস: একে টাওয়ার,শাহ আমানত সংযোগ সেতু রোড,বাকলিয়া,চট্টগ্রাম |
সিলেট অফিস: বরকতিয়া মার্কেট,আম্বরখানা,সিলেট |
রংপুর অফিস : সাকিন ভিলা, শাপলা চত্ত্বর, রংপুর |
+8801789372328, +8801829934487 newsvision71@gmail.com, https://newsvisionbd.com