মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা:
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে হিলি স্থলবন্দর দিয়ে গড়ে প্রতিদিন ১২ থেকে ১৩ ট্রাকে ২৭০ থেকে ২৯০ টন পেঁয়াজ আমদানি হয়। তবে চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই আমদানির পরিমাণ কিছুটা বেড়েছে। এখন প্রতিদিন ২০থেকে ২২ ট্রাক পেঁয়াজ আসছে।
গত ৪ কর্ম দিবসে হিলি স্থলবন্দর দিয়ে ৯০ ট্রাকে ১ হাজার ৯২৮ টন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। এতে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় কিছুটা বাড়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গেলো সপ্তাহে বন্দরের পাইকারি বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে, ওই পেয়াজই গত ৪ দিন ধরে প্রকার ভেদে ৭ থেকে ৮ টাকা কমে বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৮ টাকা কেজি দরে।
হিলি হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি স্বাভাবিক রয়েছে। তবে আমদানি করা ভারতীয় পেঁয়াজের ঝাঁজ সপ্তাহের ব্যাবধানে কিছুটা কমেছে। তবে গত ৪ দিন ধরে পেঁয়াজের দাম ২ থেকে ৩ টাকা ওঠা নামা করছে।
এদিকে ভারতের রাজস্থান, ইন্দু রাজ্যের পেঁয়াজ ৫২ থেকে ৫৪ টাকা কেজি দরে বিক্রি হলেও ওই দেশের বেলুরি ও নাসিকের পেয়াজ বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৫৮ টাকা কেজি দরে।
এদিকে হিলি হিলি স্থলবন্দরের মাধ্যমে পেঁয়াজ সহ অন্যান্য মালামাল আমদানি-রপ্তানি কার্যক্রম ত্বরান্বিত করতে রোববার বিকেলে ভারত হিলির ব্যবসায়ী সংগঠন এক্সপোটার এন্ড ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশন অফিসে স্থানীয় ভাবে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে বৈঠক অনুষ্টিত হয়। আর ওই বৈঠকের পর থেকে পেঁয়াজের পাইকারি বাজার কেজি প্রতি দাম ৫২ থেকে ৫৮ টাকার মধ্যেই ওঠা নামা করছে।
হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে এখন প্রতিদিন ২০ থেকে ২২ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।