একুশ তুমি কি শুধু তারিখ ইতিহাস
আর একটি স্মরণীয় নাম।
একুশ তুমি জানো কি এ ভাষা অর্জনে
দিতে হয়েছে কতো দাম।
সালাম বরকতের রক্তে রাঙানো
বায়ান্নোর সেই রাজপথ।
প্রতিবাদী হয়ে সেদিন দীপ্ত কন্ঠে
উচ্চারিত হয়েছিল অ,আ,ক,খ শপথ।
একুশ তুমি বেদনার ইতিহাসে
অশ্রুতে ভেজা গল্প।
আজও পারেনি বাঙালি জাতি
এর ঋণ শোধাতে অল্প।
একুশ তুমি অঝরে কান্না দুখিনী মায়ের
ছেলে হারানোর হাহাকার।
একুশ তুমি ছিনিয়ে এনেছো সেদিন
বাংলা ভাষায় কথা বলার অধিকার।
যারা দিয়ে গেছে জীবন
মাতৃভাষার ভাষার তরে।
বিনম্র শ্রদ্ধা জানাই সেসকল
ভাষা শহীদের স্মৃতির তরে।