এম এ মোতালিব ভুঁইয়া :
সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, ইয়াবা, বিয়ার, গরু এবং সুপারী আটক করা হয়েছে।
দোয়ারাবাজারের বোগলাবাজার বিওপির টহল দল শুক্রবার (৪ অক্টোবর) রাতে সীমান্ত পিলার ১২২৯/১-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে (জিআর-৫৯৩৮৪৫, মানচিত্র ৭৮ও/১২) দোয়ারাবাজার উপজেলাধীন বোগলাবাজার ইউনিয়নের পেকপাড়া নামক স্থান হতে ০৩টি ভারতীয় গরু আটক করে। আটককৃত গরুটি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জ কর্তৃক নিলাম করতঃ সিজার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। যার বিজিবির সিজার মূল্য ৬০,০০০/- টাকা।
অন্যদিকে বোগলবাজার বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২৮/২-এস এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের ইদুকোণা নামক স্থান থেকে ৪০ কেজি ভারতীয় সুপারী আটক করে, যার বিজিবির সিজার মূল্য ৪,০০০/- টাকা।
এদিকে তাহিরপুর উপজেলার চাঁনপুর বিওপির টহল দল শুক্রবার (৪ অক্টোবর) সন্ধায় সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে আনুমানিক ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বারিকটিলা নামক স্থান থেকে ১৯ পিস ভারতীয় ইয়াবা আটক করে, যার বিজিবির সিজার মূল্য ৫,৭০০/- টাকা।
অন্যদিকে নারায়নতলা বিওপির টহল দল শুক্রবার (৪ অক্টোবর) সন্ধায় সীমান্ত পিলার ১২১৩/২- এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীরনরগ ইউনিয়নের গুচ্ছগ্রাম নামক স্থান থেকে ২৪ বোতল ভারতীয় বিয়ার আটক করে, যার বিজিবির সিজার মূল্য ৬,০০০/- টাকা।
এদিকে বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বিওপির টহল দল শুক্রবার (৪ অক্টোবর)রাতে সীমান্ত পিলার ১২১০/৭-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের ঝিগাতলা নামক স্থান থেকে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করে, যার বিজিবির সিজার মূল্য ৭২,০০০/- টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক মোঃমাকসুদুল আলম ভারতীয় মদ, ইয়াবা, বিয়ার, গরু এবং সুপারী আটকের সত্যতা স্বীকার করে জানান আটককৃত ভারতীয় মদ, বিয়ার, ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং গরু ও সুপারী শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।