শিবলি সাদিক, রাজশাহী :
রাজশাহীর চারঘাট মডেল থানার ওসি মাহবুব আলমের বিরুদ্ধে এক মাদক ব্যবসায়ীর স্ত্রীর কাছে ৫ লাখ টাকা দাবি করে মাদক ব্যবসায় উৎসাহ দেওয়ার অভিযোগে তাকে রাজশাহী পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। আজ রাতে রাজশাহী পুলিশ সুপার সাইফুর রহমান তাকে ক্লোজ করার নির্দেশ দেন। রাতেই রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, অজ্ঞাত এক মাদক ব্যবসায়ীর স্ত্রীকে থানায় ডেকে মাদক ব্যবসায় উৎসাহ দেওয়াসহ তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সংক্রান্ত একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে ওসিকে বলতে শোনা যায় যে, মাদক ব্যবসা চালিয়ে যেতে হলে ৫লাখ টাকা দিতে হবে আর নিরাপত্তার সব বিষয় তিনি দেখবেন বলে অভয় দেন। এসময় তাকে জেলা ডিবি পুলিশের ওসিকে নিয়েও বাজে মন্তব্য করতে শোনা যায়।
বিষয়টি গণমাধ্যম কর্মীদের নজরে আসলে, তারা রাজশাহী জেলা পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বেতন কর্মকর্তাদের জানান। তথ্য পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত তদন্ত করে ঘটনার সত্যতা পেলে রাতেই চারঘাট মডেল থানার ওসিকে রাজশাহী পুলিশ লাইন্সে ক্লোজ করার নির্দেশ দেন। এ বিষয়ে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে রাজশাহী জেলা পুলিশ।