মোস্তাকিমন হোসেন, হিলি স্থলবন্দর সংবাদদাতাঃ
দিনাজপুরের বিরামপুরে মাদক বিরোধী অভিযানে ১ হাজার ২ বোতল ফেনসিডিলসহ এক জনকে আটক করেছে দিনাজপুর র্যাব-১৩।
গ্রেফতারকৃত ফেনসিডিল ব্যবসায়ী হাকিমপুর উপজেলার নওদাপাড়ার জয়মুদ্দিন হোসেনের ছেলে মোকারম হোসেন (২২)।
র্যাব-১৩ অধিনায়ক মেজর সৈয়দ ইমরান জানায়, আজ বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুরের মির্জাপুর মোড়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোকারম হোসেনকে এক হাজার দুই বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।