মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা:
হিলির মসলা বাজার থেকে ৬১টি বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করছেন বগুড়া নিশিন্দারার ৪ এফইবিএন সদস্যরা।
এফইবিএন এর এসআই মাসুদ রানা জানান, তারা বগুড়া থেকে গোপন সুত্রে খবর পেয়ে সোমবার বিকালে হিলি বাজারের ইউসুফ আলীর মসলা দোকান তল্লাসী করে একটি বড় ব্যাগে রাখা ৬১ বোতল ও ১০টি খালি বোতল উদ্ধার করা হয়।
পরে হাকিমপুর থানায় ফেনসিডিলসহ আসামী মসলা দোকানদার ইউসুফ আলীকে পুলিশের কাছে সোপর্দ করেন।