নিজস্ব প্রতিনিধি :
দোয়ারাবাজার উপজেলার ৯ নং সুরমা ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদকে
বিনা অনুমতিতে সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগে বন বিভাগের দায়ের করা মামলায়
৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম সত্যতা নিশ্চিত করে বলেন, আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নোটিশ পেয়েছি। আমরা গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি, বর্তমানে চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ পলাতক রয়েছেন।
এর আগে ২০২০ সালের ১০ ডিসেম্বর এ মামলার রায় প্রদান করেন আদালত। তবে রায়ের সময় আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
জানা যায়, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ সরকারি জায়গার গাছ বন বিভাগের কোনরকম অনুমতি ছাড়াই গাছ কেটে ফেলেন তিনি। গাছ কাটার পর বিক্রিও করে ফেলেন তিনি।
খবর পেয়ে বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা খন্দকার মামুনুর রশিদকে আসামি করে বিনা অনুমতিতে সরকারি জায়গার গাছ কাটার অভিযোগ এনে মামলা দায়ের করেন