এম এ মোতালিব ভুঁইয়া:
সুনামগঞ্জে অভিযান চালিয়ে চোরাই পথে আনা প্রায় লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সুত্রে যানাযায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর বিশেষ টহল দল গত ২৭ অক্টোবর গভীর রাতে সুনামগঞ্জ সদর উপজেলাধীন লালপুর ব্রীজ নামক স্থান হতে বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্র্রকার কসমেটিক্স সামগ্রী (ক্লিনিক প্লাস শ্যাম্পু-৪৭৯ পিস, সেভেন ওয়েল তেল-২৪০ পিস, ডাবর আমলা তেল-৮২৮ পিস, জনসন বেবি সোপ-৩,৪৮০ পিস, জনসন বেবি লোশন-১৯২ পিস, জনসন বেবি ওয়েল-১০৬৮পিস, সুন্দরীয়া এ্যালোভেরা জেল-৫৯পিস) এবং হরলিক্স-১৪৪ পিস, আটক করে। যার বিজিবির সিজার মূল্য ৭,৮৯,৪৪৮/- টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক মোঃমাকসুদুল আলম জানান,আটককৃত ভারতীয় হরলিক্স এবং কসমেটিক্স সামগ্র্রী শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।