সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে শহরের পুরাতন বাসষ্টেশন এলাকা থেকে শিলং তীর জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে ৪ জুয়াড়ীকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন পশ্চিম হাজীপাড়া নিবাসী মৃত আব্দুল খালিকের পুত্র হাবিবুর রহমান(২৩), পশ্চিম তেঘরিয়ার আতা মিয়ার ছেলে মো: সানি (১৮), দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলে জনি মিয়া (১৯) ও ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ গ্রামের নজরুল ইসলামের পুত্র মো: শিপন মিয়া (১৮)। ডিবি সুত্র জানায়, এএসআই মামুন, মনির হোসেন, অনন্তপালের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে ডিবি পুলিশের ওসি কাজী মুক্তাদির হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, যুব সমাজ বিধ্বংসকারী ও আর্ন্তজাতিক মাফিয়াচক্রের শিলং তীর খেলায় জড়িত থাকার অপরাধে ৪জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম এর নির্দেশনায় জেলা জুড়ে অবৈধ শিলং তীর জুয়াড় বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। শিলং তীর খেলায় যে বা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।