এম এ মোতালিব ভুঁইয়া:
সুনামগঞ্জে অভিযান চালিয়ে চোরাই পথে আনা ২ কেজি ভারতীয় গাঁজাসহ ১জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সুত্রে যানাযায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ মাছিমপুর বিওপির জেসিও-৭৭২৬ নাঃ সুবেঃ মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল সোমবার ( ২৮ অক্টোবর)রাতে সীমান্ত পিলার ১২০৮/৪-এস এর নিকট হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের গামারীতলা নামক স্থান হতে ২ কেজি ভারতীয় গাঁজাসহ ০১ (এক) জনকে আটক করা হয়েছে।
আটককৃত আসামী হলেন সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার গামারীতলা গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র মোঃ সুলতান মিয়া (৩৫)।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক মোঃমাকসুদুল আলম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।