মো: মোমিন খাঁন, স্টাফ রিপোর্টার : ট্রেন যোগে মাদকদ্রব্য বহন করে নিয়ে যাবার সময় ১০০ বোতল ফেনসিডিলসহ ইতি বেগম (৩০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা দেড় টায় বোনারপাড়ার-সান্তাহার রেললাইনের বগুড়া রেলওয়ে স্টেশনের ফাঁড়ি পুলিশ তাকে গ্রেফতার করে। ইতি বেগম রংপুর জেলার গংগাচড়া সদর উপজেলার ইদু মন্ডলের কন্যা। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, গতকাল সোমবার সকালে ঢাকাগামী আন্ত:নগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি বেলা দেড় টায় বগুড়া রেলওয়ে স্টেশনে বগুড়া রেলওয়ে স্টেশন ফাঁড়ি পুলিশ ট্রেনের বগিতে তল্লাশি করার সময় ঘ বগিতে যাত্রীবেশে বসে থাকা ইতি বেগম নামের ওই যাত্রীর হেফাজতে থাকা ব্রিফকেস তল্লাশি করে তাতে ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় ইতি বেগমকে আসামী করে সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।