শেখ রিপন, সাতক্ষীরা:
কলারোয়ায় র্যাবের অভিযানের ১শ’১৫ বোতল ফেনসিডিলসহ ২ যুবক আটক হয়েছে। বুধবার সকালে র্যাব-৬ এর সাতক্ষীরার ক্যাম্পের নায়েক সুবেদার লুৎফর রহমান জানান-মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার বোয়ালিয়া আফজালের মোড় থেকে চান্দা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মুক্তার হোসেন (৩০) ও বোয়ালিয়া গ্রামের সবুর আলী সরদারের ছেলে কামরুল হোসেন (২২)কে আটক করা হয়। এসময় মুক্তার হোসেনের কাছ থেকে ৬০ বোতল ও কামরুল হোসেনের কাছ থেকে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাদের দুজনকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান- আকটকৃতদের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা নং-২৮(০৯)১৯ হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।