মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশ অভিযান চালিয়ে চোলাই মদ উদ্ধার করেছে। শুক্রবার দিবাগত রাত ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফুলের ঝাড়– পরিবাহী একটি ট্রাকে তল্লাসী চালিয়ে ৫শ’ লিটার চোলাই মদ উদ্ধার করে। এ সময় ৪ চোলাই মদ ব্যবসায় কে গ্রেফতার করা হয়।
সাতকানিয়া থানা সূত্রে জানা যায়, বান্দরবান পার্বত্য জেলা হতে ফুলের ঝাড়– পরিবাহী একটি ট্রাকের (কুমিল্লা-ট-১১-০০৬৩) ভেতরে করে চোলাই মদের চালান পাচারের গোপন সংবাদ থানায় পৌঁছালে সাতকানিয়া থানার পিএসআই ইয়ামিন সুমনের নেতৃত্বে উপজেলার কাঞ্চনা ফুলতলা এলাকায় একটি তল্লাসী চৌকি স্থাপন করা হয়। রাত ১১টার সময় ফুলের ঝাড়–বাহী ট্রাকটি তল্লাসী চৌকিস্থলে পৌঁছলে পুলিশ গাড়ী তল্লাসী করতে চাইলে মদ বেপারীরা গাড়ী না থমিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় গাড়ী ব্যারিকেড দিয়ে থামিয়ে তল্লাসী করে ৫শ’ লিটার চোলাই মদ উদ্ধার করে। মদ পাচারের সাথে জড়িত থাকার অপরাধে মাদক ব্যবসায়ী বাঁশখালী উপজেলার উত্তর বাহাছড়া এলাকার মৃত আহমেদুর হেমানের ছেলে মো. জাফর আহমদ(৬০), তার ছেলে মো. আরাফাত(১৯), চন্দনাইশ উপজেলার হাসিমপুর সৈয়দাবাদ এলাকার মৃত মফজল মিয়ার ছেলে মো. ইসমাইল (তিনি বর্তমানে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মীর নগর এলাকায় ভাড়া বাসায় থাকেন) এবং বান্দরবান পার্বত্য জেলার কালাঘাটা এলাকার মংগ্রহোয়াই’র ছেলে মহাইচিং(৩৮) কে গ্রেফতার করা হয়।
যোগাযোগ করা হলে সাতকানিয়া থানার পিএসআই ইয়ামিন সুমন বলেন, এসব ফুলের ঝাড়– পাহাড়ী এলাকা থেকে আসে এ সুবাদে ফুলের ঝাড়–র মৌসূমে মাদক ব্যবসাীয়ীরা অভিনব কায়দায় এ ব্যবসা চালিয়ে আসছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা প্রায় সময়ই এ কাজ করত।
সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ সফিউল কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চোলাই মদসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।