মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে মোহাম্মদ মহিউদ্দিন (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। (আজ ৩০ অক্টোবর) বুধবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ দিন আগে মহিউদ্দিন ওই ছাত্রীকে পেঁপে দেওয়ার লোভ দেখিয়ে একটি পেঁপেবাগানে নিয়ে যান । পরে সেখানেই তাকে ধর্ষণ করেন মহিউদ্দিন। ধর্ষণের কথা কাউকে জানালে ওই ছাত্রীকে মেরে ফেলার হুমকিও দেন তিনি। ঘটনার পরদিন অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ১৫ অক্টোবর তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক নিশ্চিত করেন, স্কুলছাত্রীটি ধর্ষণের শিকার হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিষয়টি জানতে পেরে মহিউদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এওচিয়ার ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, ধর্ষণের বিষয়টি এত দিন গোপন ছিল। গতকাল সন্ধ্যার দিকে জানতে পেরে অভিযুক্ত মহিউদ্দিনকে আটক করলে তিনি ধর্ষণের বিষয়টি স্বীকার করেন।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব আলম বলেন, মামলা হওয়ার পর আজ দুপুরে মেডিকেল পরীক্ষার জন্য মেয়েটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিউদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।