ঢাকাবৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  1. সর্বশেষ

সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৫, ৮:২৯ অপরাহ্ণ

Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ

জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা ও ভাবীর হাত-পা বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭জানুয়ারি) দুপরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন তারাকান্দি গ্রামের আনোয়ার হোসেন তালুকদার কালুর ছেলে আতাউর রহমান তালুকদার বিপুল (৪৫)।

গুরুতর আহত তার স্ত্রী মুক্তা বেগম (৩৫) ও মা আছমা বেগমকে (৭৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,আতাউর রহমান তালুকদার বিপুল ও তার চাচাতো ভাই মৃত তোতা মিয়ার ছেলে আসাদুজ্জামান তালুকদার আপেলের মধ্যে বাড়ি ও পুকুরের মাত্র সাড়ে ৩ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

শুক্রবার সকালে ওই বাড়ির সীমানার গাছ কাটাকে কেন্দ্র করে কালুর ছেলে বিপুলের সঙ্গে আপেলের মা আনোয়ারা বেগমের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে আপেল বহিরাগত লোকজন ডেকে এনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। এসময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিপুলের ডান হাত ও ডান পা কেটে ফেলে। এতে ঘটনাস্থলেই বিপুল মারা যান।

এছাড়া হামলাকারীরা বিপুলের স্ত্রী মুক্তার ডান হাতের তিনটি আঙুল ও বাম পায়ের রগ কেটে ফেলে এবং তার মা আছমা বেগমকে জখম ও একটি হাত ভেঙে ফেলে।

প্রত্যক্ষদর্শী সৌরভ বাবু জানান, মারামারি চলাকালীন সময় আহতদের ডাক-চিৎকারে আমি ঘটনাস্থলে এসে দেখি বিপুলের হাত-পা দ্বিখণ্ডিত হয়ে পড়ে আছে এবং মুক্তার হাতের আঙুল ও পায়ের রগ কেটে দিয়েছে। পরে মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে মাইকিং করে লোকজনকে ডেকে আনি। এসময় হামলাকারীরা অস্ত্র উচিয়ে ভয় দেখাতে দেখাতে ঘটনাস্থল ত্যাগ করায় কেউ কাছে ভিড়তে পারেনি। 

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া জানান, সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। হামলাকারী আপেল পালিয়ে যাওয়ায় তাৎক্ষনিক কাউকে আটক করা যায়নি। তবে আপেলের মা আনোয়ারা বেগমকে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের প্রস্তুতি এবং মূল ঘাতককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

108 Views

আরও পড়ুন

মুসলিম মণিপুরি সম্প্রদায়ের ৮ মুহাদ্দিস মাওলানাকে পাগড়ি পরিয়ে সম্মাননা

পেকুয়ায় ৪জন লবণ চাষিকে কু’পিয়ে জ’খম

মাহফুজুল হক রিফাত এর প্রথম বই “লিথাল”

ফুল টাইম করেন আওয়ামী রাজনীতি, পার্টটাইমে তারা সরকারি বেতনভুক্ত কর্মচারী

সাজেকে পর্যটকবাহী গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে আহত-৩

কাপাসিয়ায় আওয়ামী লীগের ১২ নেতা-কর্মী গ্রেফতার

এমসি কলেজে দিনব্যাপী সাংবাদিকতা কর্মশালা ও সনদ বিতরণ

শান্তিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

শান্তিগঞ্জে পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা

পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ

সিবিআইইউতে আইন বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্টিত