ঢাকাবৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে জবি ছাত্রীকে মারধর-হুমকি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৮ মার্চ ২০২৫, ১:৪৫ পূর্বাহ্ণ

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের বন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৫ মার্চ) ভুক্তভোগী ছাত্রী শান্তা আক্তার বন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, চান বাদশা আমার পৈতৃক সম্পত্তি দখল করার জন্য আমার পরিবারের সদস্যদের শারীরিক এবং মানসিক অত্যাচার করে আসছিল। এর জের ধরে গত ২১ মার্চ তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আমার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মারপিট করতে থাকে। এ সময় আমি আমার বাবাকে বাঁচাতে গেলে চান বাদশা আমাকে চড় থাপ্পড় এবং কোমরে লাথি মেরে মাটিতে ফেলে দেয়।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, চান বাদশা আমাকে এলোপাথাড়ি কিলঘুষিসহ বাঁশ দিয়ে মারপিট করে। এতে আমি গুরুতর আহত হই। আমাদের বাঁচাতে আমার চাচা রমজান (৫০) এগিয়ে আসলে চান বাদশা সুযোগ পেলে আমাদের ক্ষতিসাধন করার হুমকি দেয়।

ভুক্তভোগী ছাত্রী শান্তা আক্তার বলেন, থানায় অভিযোগ করার পরও চান বাদশা আমাকে ও আমার পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। রাতে আমাদের বসতবাড়িতে ঢিল ছুড়ে আমাদেরকে নানাভাবে বিরক্ত করছে। আমি ও আমার পরিবার আতঙ্কের মধ্যে আছি।

জানতে চাইলে অভিযুক্ত চান বাদশা বলেন, আমি কাউকে মারধর করিনি। সব অভিযোগ মিথ্যা। আমি কাউকে হুমকি-ধমকি দেইনি।

সরজমিনে পরিদর্শনের পর এলাকাবাসী থেকে জানা যায়, চান বাদশা প্রায়ই মাদক গ্রহণ করে থাকেন। একই কারণে নিজের স্ত্রী-বাচ্চাকে পিটিয়ে ঘর ছাড়া করেছেন। এছাড়া তিনি তার বৃদ্ধ মা-ভাইদের ওপর প্রায়ই হাত তুলেন। পেশায় শ্রমিক হলেও চান বাদশার অত্যাচার নিয়মিত দেখে আসছেন গ্রামবাসী। তবে তার অত্যাচারী কার্যক্রমে কেউ বাধা দিতে চাইলে তিনি ক্ষতি করার হুমকি দিয়ে বসেন।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক পঞ্চায়েত সদস্য বলেন, চান বাদশা একটু বেপরোয়া টাইপের মানুষ। তাকে নিয়ে মানুষের নানান অভিযোগ রয়েছে। আমরা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে ডাকলে সে সাড়া দেয়নি। কিন্তু নিয়মিতই নানা অপকর্মের অভিযোগ শুনছি।

এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর অভিযোগের তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, আমি এমন একটা অভিযোগ পেয়েছি। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শান্তা নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে মারধরের ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

106 Views

আরও পড়ুন

কাপাসিয়ায় প্রবীণ শিক্ষক আব্দুর রশীদ মাস্টারের জানাজা ও দাফন সম্পন্ন

বিশ্বম্ভরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মিলনমেলা

টঙ্গীতে দুই পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, লুটপাট ও হত্যার হুমকি অভিযোগ

চকরিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময়ে মিলনমেলা

পালাকাটা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ

দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া ভারতীয় যুবকের লাশ হস্তান্তর

গাজীপুরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম মুমিনুর রহমান

মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর জরুরী ঔষধ ও ত্রাণ সামগ্রী প্রেরণ

শান্তিগঞ্জে জমে উঠেছে ঈদের জমজমাট বাজার

টঙ্গীতে উত্তর আউচপাড়া যুব কল্যাণ সংঘের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জে যাত্রীবাহী নৌকা ডুবি,নারী শিশুসহ নিহত ৫

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতার পোষ্টার লাগানো হচ্ছে শাপলাপুরে