রিপন মিয়া সদর প্রতিনিধি মৌলভীবাজার।
মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ি পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সোমবার (২৫ নভেম্বর) ভোর ০৫টায় শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব্বির আহসান ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর মুক্তিযোদ্ধা চত্তর এলাকার তিন তারা হোটেলের সামনে থেকে ইয়াবাসহ সদর উপজেলার শেরপুর নতুনবস্তি (মুক্তিনগর) গ্রামের মৃত. মাসন মিয়ার ছেলে জুনেদ মিয়া (২৮), ৪৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
শেরপুর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সাব্বির আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, গ্রেফতার হওয়া জুনেদ মিয়া বহুদিন যাবত শেরপুর বাজার এলাকায় মাদকজাত দ্রব্য বিক্রয় করে আসছে। সকালে গোপন সংবাদের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ থাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, শেরপুরে মাদকের বিরুদ্ধে সর্বদা অভিযান পরিচালনা করা হবে। গ্রেফতার হওয়া মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হইয়াছে।