ডি এইচ মনসুর :
আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর থেকে শীর্ষ মাদক ব্যাবসায়ী আবদুল গফুর ২৬ গ্রেপ্তার করেন আনোয়ারা থানা পুলিশ।
শুক্রবার বিকেলে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর গ্রামে শঙ্খ নদীর পাড়ে নুর মোহাম্মদ এর বসত ঘর থেকে শীর্ষ মাদক ব্যাবসায়ী আবদুল গফুর( ২৬) পিতা নবী হোসেন কে ১৫০ পিছ ইয়াবা সহ গ্রেপ্তার করেন।
এ এস আই রেজাউল জানান গ্রেফতারকৃত আবদুল গফুর দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছে। ঘটনার দিন মাদক সহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় গফুর কে মাদক আইনে মামলা দিয়ে শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এরই প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।