ষ্টাফ রিপোর্টার(শিবগঞ্জ)ঃ-
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত ব্যাক্তি অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে উপজেলার বোগলউড়ি এলাকার পাখিয়াপাড়া গ্রামের দক্ষিণ পাশের পদ্মা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।এতে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম জানান, পদ্ম নদীতে ভাসমান একটি লাশ এলাকাবাসি দেখতে পেয়ে থানায় পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যাক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।