জাহেদ হাসান কক্সবাজার:
রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।১৯ অক্টোবর (শনিবার) সকাল ৭.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে রামুক্রসিং হাইওয়ে থানা আওতাধীন রাবার বাগান রেস্ট হাউজের সামনে ডিউটি চলাকালে রামু হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মোঃ আবু আব্দুল্লাহ ও সঙ্গীয় ফোর্স সহ কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কে চট্রগ্রামগামী প্রাইভেটকার নং-ঢাকা-মেট্টো- খ-১১-৭৭৪৭ গাড়ির পিছনে চাকার উপরে বিশেষ কায়দায় বানানো বক্স তল্লাশী করে ১৬০০ শত পিচ ইয়াবা উদ্ধার সহ গাড়ির ড্রাইভার ও আরোহী যাত্রীকে আটক করা হয়।গ্রেফতারকৃত আসামীরা হলেন, (১)ড্রাইভার মিরাজ প্রঃ সবুজ (৩১)( ২)আরোহী মহিলা হাফসা আক্তার ইতি (২০)রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইন্চার্জ মোঃ আব্দুল্লাহ জানান,আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দেওয়া হয়েছে এবং জব্দকৃত গাড়িটি থানা হেফাজতে রয়েছে।