ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

রাণীনগরে থানায় অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে বাদীসহ পাঁচজনকে পিটিয়ে আহত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩০ অক্টোবর ২০২৪, ৬:২৮ অপরাহ্ণ

Link Copied!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে থানায় অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে বাদীসহ পাঁচজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে উপজেলার চক পারইল গ্রামে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন চক পারইল গ্রামের শহিদুল ইসলাম (৫০), সাফিয়া (৪৫), কিরন মালা (৩০), রায়েজিদ (৪৩) ও শাকিব (১৮)। আহতরা সবাই নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

মারধরের শিকার ভুক্তভোগীরা জানান, শহিদুল ইসলামের সঙ্গে একই গ্রামের মকবুল ও রায়হানসহ কয়েকজনের জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরে শহিদুলের পরিবারের লোকজনের সাথে মকবুল, রায়হানসহ প্রতিপক্ষদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শহিদুলের পরিবারের লোকজনকে মারধর করেন তারা। এ ঘটনায় সন্ধ্যায় শহিদুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে রাণীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে রাস্তায় এবং খলিয়ানে পথরোধ করে বাদী শহিদুল ইসলামসহ সাফিয়া, কিরন মালা, রায়েজিদ ও শাকিবকে প্রতিপক্ষরা ১০-১৫ জন মিলে রড ও লাঠিসোটা দিয়ে বেধম মারধর করে গুরুত্বর আহত করেন।

ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান, প্রতিপক্ষরা অতর্কিতভাবে হামলা করে আমাদের ব্যাপক মারপিট করেছে। এ ঘটনায় আমরা থানায় মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছি।

মারধরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে রায়হান বলেন, আমরা কাউকে মারধর করেনি। সেখানে দু’পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। তারা যে অভিযোগ করছে তা মিথ্যা। বরং তারাই আমাদের ৫-৬ জনকে মেরেছে।

এ বিষয়ে রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীরা থানায় এসেছিল। মামলার জন্য তাদের এজাহার দিতে বলেছি। মামলার প্রেক্ষিতে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

770 Views

আরও পড়ুন

নীলফামারীতে বার বার হামলার শিকার হয়েও আইনি সহায়তা পাচ্ছেনা সাংবাদিক

কোন নেতার বাড়িতেও বসতে পারতাম না- সাবেক এমপি রুবেল

জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

জবির শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান স্থাপন করলো ছাত্রদল নেতা শাহরিয়ার 

গাজীপুরের অগ্রভাগে আন্দোলনের রাজপথে অবিচল সৈনিক: মোমিনুর রহমান

রাবিতে বহ্নিশিখার আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণের সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকনাফে পাহাড়ে ডাকাত দলের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী গোলাগুলি,বিপুল পরিমাণ দেশী-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

পারকি সৈকতের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ

হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

অ্যালামনাই ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জবিতে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী

অ্যালামনাই ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জবিতে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে নগদ সহায়তা দিলেন এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক