মোঃ শিবলী সাদিক, রাজশাহী।
রাজশাহীর র্যাবের অভিযানে ১১৫ লিটার চোলাইমদ সহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শুক্রবার ভোরে মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন সপুরা কাঠ মিলের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মহানগরীর চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনী এলাকার মুন্নার ছেলে আকাশ (২৫) ও টিকাপাড়া এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে অটোচালক নূর আলম (৩৫)।
বিকেলে তাদের জিজ্ঞাসাবাদ শেষে ১১৫ লিটার চোলাইমদসহ বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করা হয়।
বিকালে মুঠোফোনে র্যাব-৫ এর সদর কোম্পানির অ্যাডজুটেন্ট তৌফিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এসময় তিনি জানান, র্যাবের আভিজানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর সপুরা কাঠ মিলের সামনে চেকপোস্ট পরিচালনা করেন। এসময় একটি অটোরিকশা এলে তাদের সন্দেহ হয়। তারপর তাদের থামিয়ে তল্লাশি করলে ১১৫ বোতল প্রক্রিয়াধীন চোলাইমদসহ ওই দুজনকে আটক করে।
পরে তাদের র্যাব সদর দপ্তরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা দীর্ঘদিন মাদক ব্যবসায়র সাথে জড়িত বলে স্বীকার করে। পরে তাদের নামে মামলা প্রস্তুত করে বোয়ালিয়া মডেল থানায় চোলাই মদসহ সোপর্দ করা হয়।